[caption id="attachment_3673" align="alignleft" width="300"]
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।[/caption]
ঢাকা : দেশব্যাপী আলোচিত ৩২ ঘন্টা বিবিষিকাময় পরিবহন ধর্মঘট এবং পরিবহন শ্রমিকদের গাবতলী তাণ্ডবের একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবহন ধর্মঘটের সঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বরং তার নির্দেশেই ধর্মঘট প্রত্যাহার হয়েছে।
তিনি বলেন, শাজাহান খান একজন শ্রমিক নেতা। নৌ পরিবহন নেতা হওয়ার কারণে তার বাসায় বৈঠক হতেই পারে। তবে ধর্মঘটের ডাক দেয়ার সিন্ধান্তে তার কোন সম্পর্ক নেই।
শুক্রবার (৩ মার্চ) রাজধানীর তেজগাঁও আর্দশ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে শ্রমিকরা অহেতুক আন্দালন না করলেই পারতো। রায় পছন্দ না হলে উচ্চ আদালতে আপিল করতে পারত। মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমি শ্রমিকদের প্রতি আহ্বান জানাই এ ধরনের ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না করেন তারা।
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে প্রিজন ভ্যান উল্টে যাওয়ার ঘটনা নাশকতা কিনা - সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এটা দুঘর্টনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কারো গাফিলতি থেকে তাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত