
চট্টগ্রাম: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক এম. এম. রাশেদুল আলম।
তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া তিনি উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রাম অঞ্চলে গরীব মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই হাটহাজারীবাসীও তাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে পেতে চাই।
রাশেদুল আলম দলীয় মনোয়ন পাওয়ার আশা করে বলেন, শেখ হাসিনা সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রামকে শহরে রুপান্তরিত করার কাজে বলিষ্ঠ ভূমিকা পালন করব। এছাড়া তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার প্রতিটি এলাকা চলমান উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে তৃণমূল পর্যায়ে আরো সু-সংগঠিত করা হবে।