শীতার্ত ও দুস্থদের পাশে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন

শীতবস্ত্র বিতরণ করছেন চট্টগ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী আনন্দ মহারাজ।

খাগড়ছড়ির রামগড় রামকৃষ্ণ সেবাশ্রমে শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে রামগড় পৌরসভার সুখেন রায় পাড়া রামকৃষ্ণ মিশনে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী আনন্দ মহারাজ।

শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে একশত কম্বল বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে শক্তিনাথানন্দজী মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন সবসময় আত্মমানবতার সেবায় গরীব দুস্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি সমাজের বিত্তবানদের আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি তাপস হোড়, খাগড়াছড়ি মিশনের সহ-সভাপতি সমর কৃষ্ণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অজয় ত্রিপুরা, রামগড় রামকৃষ্ণ মিশনের সভাপতি রামেশ্বর শীল, বিশিষ্ট ধর্মানুরাগী তপন কুমার দত্ত, অজয় কানুনগো ও ঋষিকেশ শীল প্রমুখ।