উপজেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান পদে লড়তে চান যুবলীগ সভাপতি জসিম

মো. জসিম উদ্দীন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মো. জসিম উদ্দীন। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও জঙ্গী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে কাজ করে আসছেন।

তিনি বলেন, ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছি। রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে চাই। উন্নয়নে শরিক হতে চাই। তাই এলাকার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন চান মো. জসিম উদ্দীন।

তিনি বলেন, আমার আপন চাচা রামু কচ্ছপিয়া ইউনিয়নের মৃত আব্দুল হাকিম চেয়ারম্যান ছিলেন একজন মুক্তিযুদ্ধা। আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমার প্রিয় নেতা বীর বাহাদুর এমপি আমার উপর সু-দৃষ্টি দেয় তা হলে আমি নির্বাচন করব। আমি আশা করি আমাকে মনোনয়ন দিলে শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে পারবো।

তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্বস্তরের ভোটার ও জনসাধারণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

শেয়ার করুন