৫৪০বিচারককে প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে
নৌকা মার্কায় ভোট চাইলেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

বাংলাদেশের উন্নয়নে যারা কাজ করে তাদেরকে ভোট দেবেন উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেবেন।’

তিনি বলেন, ‘আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ৫৪০জন বিচারককে প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। চলতি মাসের শেষ দিকে এই ব্যাপারে চুক্তি হবে’

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১২ তলা ভিতের উপর চারতলা ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করে’ উল্লেখ করে তিনি বলেন, ‘যার প্রমাণ এই বিশাল ভবন। বাংলাদেশের উন্নয়নে যারা কাজ করে তাদেরকে ভোট দেবেন নাকী যারা বাংলাদেশকে ধ্বংস করে তাদেরকে ভোট দেবেন?’ এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেবেন।’

চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এনামুল বারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মইনুদ্দীন মণ্ডল, অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, গণপূর্ত বিভাগের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন কাজুল প্রমুখ।

শেয়ার করুন