[caption id="attachment_36945" align="aligncenter" width="684"]
যাবজ্জীবন[/caption]
সুনামগঞ্জ: ছাতকে যোগেন্দ্র দাস হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন দন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এই দন্ড দেন।
জানা গেছে, ১৯৯৭ সালের ৩১ ডিসেম্বর ছাতক উপজেলার চাইরচিরা গ্রামের যোগেন্দ্র দাসকে এনজি কিস্তির ঋণ সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে একই গ্রামের নির্মল চন্দ্র দাস ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে খুন করে।
এ ঘটনায় নিহতের ভাই জিতেন্দ্র কুমার দাস থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে থানা পুলিশ
আদালতে চার্জশীট প্রদান করেন।
আদালত দীর্ঘ সুনানী শেষে মঙ্গলবার এ ঘটনায় মামলা প্রধান আসামি নির্মল চন্দ্র দাসকে সুনামগঞ্জের অতিরিক্তি দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন যাবজ্জীবন কারাদন্ডসহ দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
এ ঘটনায় অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ জিয়াউল ইসলাম এপিপি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত