
সুনামগঞ্জ : ছাতক উপজেলায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ২ বছরের সাজা প্রাপ্ত আসামী, মাদক ও জুয়া মামলাসহ বিভিন্ন মামলার মোট ১০ আসামী গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
আরো পড়ুন : ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় উজ্জীবিত তারুণ্যের হাত ধরে এগিয়ে যাবে দেশ
ছাতক থানার বিশেষ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান। তিনি এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের সকালে সুনামগঞ্জ পাঠানো হয়েছে।