[caption id="attachment_36961" align="aligncenter" width="691"]
ফাইল ছবি[/caption]
লক্ষ্মীপুর : বুধবার। কুয়াশা মোড়ানো শীতের সকাল। ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়ক। একটি ট্রাক অপরটি সিএনজিচালিত অটোরিকশা। দুইটি মুখোমুখি সংঘর্ষ। এতটুকুই। এরপর শোরগোল। বাঁচার প্রাণপণ চেষ্টা। ততক্ষণে পিচঢালা কালচে সড়ক লাল হতে শুরু করেছে। ছোপ ছোপ রক্ত মাড়িয়ে সড়ক দানবের পেট খুঁড়ে বের করা হলো একের পর এক মৃতপ্রায় দেহ। তখনও ওদের প্রাণ আছে। চোখে স্বপ্ন আছে বুকে আশা। কিন্তু না, ঘাতক যন্ত্র-দানব যে আঘাত করেছে তা সইতে পারছেনা ওরা। বুকটা থেতলে গেছে। কারোর ছিঁড়ে গেছে কলিজাটা। একে একে শেষ নিঃশ্বাসটুকুও বেড়িয়ে গেছে ওদের। এরপর সব শেষ। ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেলো তরতরে ৭ তাজা প্রাণ।
সড়ক দুর্ঘটনার পর যেমন বলা বক্তব্য পাওয়া যায় স্থানীয় প্র্রশাসনে, এখানেও তার ব্যতিক্রম হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজাহান। আর স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। বাকি একজন অটোরিকশার চালক।
আরো পড়ুন : নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির চেয়ারম্যান তোফাইল জেলে
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় সন্ত্রাসীরা ছাত্রলীগকর্মী নাদিম মাহমুদ অন্তরকে কুপিয়ে আহত করে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে বেগমগঞ্জ থেকে তার পরিবারের লোকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত