[caption id="attachment_36981" align="aligncenter" width="684"]
সৌদির দুই বোন, ছবি: সংগৃহীত[/caption]
নিউইয়র্কে সৌদি আরবের দুই বোনের মরদেহ পাওয়া গেছে। মার্কিন মেডিকেল অফিসার বলছেন, এটি একটি প্রতিজ্ঞাবদ্ধ আত্মহত্যা হতে পারে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) নিউইয়র্ক সিটি মেডিকেল পরীক্ষক জানিয়েছেন, গত বছরের অক্টোবরের শেষের দিকে নিউইয়র্কের হাডসন নদীর তীর থেকে সৌদির দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তারা দুই বোন। একসঙ্গে ফাঁদে পড়ে তারা আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা।
আরো পড়ুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চুয়েট ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিহত দুই তরুণী হলেন- রোতানা ফারিয়া (২২) এবং তার ছোট বোন তালা (১৬)। তাদের শরীরে কোনো ধরনের আঘাত নেই। তাদের পরনে ছিল কালো রঙের পোশাক।
দেশটির চিফ মেডিকেল পরীক্ষক বারবারা স্যাম্পসন জানিয়েছেন, আমরা স্থির করতে পেরেছি যে, আত্মহত্যা করে এই দুই বোন মারা গেছেন। তাছাড়া হাডসন নদীতে নামার আগে বড় বোনটি তার ছোট বোনকে জড়িয়ে ধরে রেখেছিলেন।
এদিকে, তাদের মৃত্যুর পর একজন পুলিশ কর্মকর্তা নিশ্চিত হয়েছিলেন যে, ওই দুই বোন যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছিলেন। এর বেশি কিছু তিনি জানতে পারেননি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত