নগর যুবদলের কার্যনির্বাহী সদস্য
মিল্টনের জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

চট্টগ্রাম নগর যুবদলের কার্যনির্বাহী সদস্য রাশেদুল হাসান মিল্টনের জানাজায় নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : মহানগর যুবদলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য রাশেদুল হাসান মিল্টন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।

বুধভার (২৩ জানুয়ারি) কাজীর দেউরী কাঁচা বাজারের সম্মুখে ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। জিয়া পাগল নিবেদিত রাজনৈতিক কর্মী মিল্টন ব্যক্তি জীবনে অবিবাহিত ছিলেন। মীরসরাইস্থ নিজ বাড়ীতে ২য় জানাজাশেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টর মীর মো. হেলাল হোসেন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দিন সেলিম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর বিএনপি নেতা জসিম উদ্দিন মিন্টু, আইনুন নিশাদ, আবু মুসা, কামরুল ইসলাম, নগর যুবদলের সহসভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, জাহাঙ্গীর আলম, সাহাবু উদ্দিন হাসান বাবু, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, নগর তাতীঁ দলের সভাপতি জাহাঙ্গীর আলম, নগর যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, আমান উল্লাহ আমান, হুমায়ুন কবীর, মো. এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন হেলাল, সহসাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, জাফর আহমদ খোকন, সম্পাদকবৃন্দ জিল্লুর রহমান জুয়েল, এডভোকেট নাজমুল হাসান, মো. আলাউদ্দিন সুজন, মহিউদ্দিন মুকুল, এস এম বকতেয়ার উদ্দিন, ওমর ইমতিয়াজ টিটু, ইফতেখার শাহরিয়ার আজম, সহসম্পাদকবৃন্দ মাহবুবুর রহমান, মনোয়ার হোসেন মানিক, মো. জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, রুবেল চৌধুরী, মো. ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, নগর যুবদল সদস্য মনোয়ার হোসেন, কলিম উদ্দিন, মো. হাবিবুল্লাহ খান, পাঁচলাইশ থানা যুবদল নেতা আয়ুব আলী, মাসুদ আলম, নগর ছাত্রদল নেতা সালাহ উদ্দিন আলী, আফতাব আহমেদ, ফয়সাল, রিমন, আবু কাউসারসহ ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড বিএনপি, অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নগর যুবদল নেতা মিল্টনের মৃত্যুতে নগর যুবদল নেতৃবৃন্দ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শেয়ার করুন