চট্টগ্রাম : বোয়ালখালীর পূর্ব কধুরখীল এলাকায় উম্মে সালমা ইমু (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন : কম্বল ও চাল নিয়ে অসহায় মানুষের পাশে রেড ক্রিসেন্ট সােসাইটি
বোয়ালখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম জানান, ওই গৃহবধূর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলো। পরিবারের লোকজন খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
উম্মে সালমা ইমুর মৃত্যুর কারণ এখনো উদঘাটন করা যায়নি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা।
উম্মে সালমা ইমু স্থানীয় আবু ছৈয়দের স্ত্রী বলে জানান ওসি মো. সাইরুল ইসলাম।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত