চমেক হাসপাতালে জুতার বক্সে শিশুর লাশ

চমেক হাসপাতালের জুতার বক্সে শিশুর লাশ

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের বাইরে জুতা রাখার বক্স থেকে তোয়ালেতে মোড়ানো এক কন্যাশিশুর (দেড় বছর) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা শিশুর লাশটি উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, হাসপাতালের মূল ভবনের চতুর্থ তলায় কয়েকটি অস্ত্রোপচার কক্ষের মাঝখানে একটি করিডোরে জুতা রাখার বক্স রয়েছে। ওই বক্সে পাওয়া যায় আনুমানিক দেড় বছরের শিশুটির লাশ।

উপপরিদর্শক জানান, গলার নিচের অংশে একটি লালচে দাগ ছাড়া শিশুটির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তশেষে বিস্তারিত জানা যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন, শিশুটি হাসপাতালের কোথাও মারা যায়নি। কেউ হয়তো এখানে এনে ফেলে গেছে।

শেয়ার করুন