সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পিইসি পরীক্ষা বাতিল ও শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি

পিইসি পরীক্ষা বাতিল ও শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি

খাগড়াছড়ি : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমীতে এসে এক আলোচনা সভা করে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অরিন্দম কৃষ্ণ দে এর সঞ্চালনায় বাসদ (মার্কসবাদী) খাগড়াছড়ি জেলা শাখার সদস্য শাহাদাত হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, জেলা সদস্য বিমল কান্তি ত্রিপুরাসহ প্রমূখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন : শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এসময় বক্তারা খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসন, পর্যাপ্ত বিষয়ে অনার্স-মাস্টার্স ও বিএসসি কোর্স চালু, স্কুল-কলেজে অতিরিক্ত ফি আদায় বন্ধ, অবিলম্বে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, পিইসি পরীক্ষা বাতিল ও শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি জানান।