আনোয়ারায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান
দুর্নীতি করে কেউ পার পাবে না

মরহুম ফরিদ উদ্দিন আহমদ চৌধুরীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাকছেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমদ।

আনোয়ারা : বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমদ বলেছেন, জনগণকে সেবা থেকে বঞ্চিত এবং দুর্নীতি করে আর কেউ পার পাবে না। যারা দুর্নীতি করেছেন, তারা ফল ভোগ করছেন।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয় ও বটতলী এসএম
আউলিয়া এয়াকুবীয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম ফরিদ উদ্দিন আহমদ চৌধুরীর শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি এ সময় মরহুমের জীবনকর্ম নিয়েও আলোচনা করেন।

আরো পড়ুন : ঘুষ দিলেই জাহান্নামে যেতে হবে : অর্থমন্ত্রী

বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে যৌথভাবে প্রতিষ্ঠান দুটি এ শোকসভার আয়োজন করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ। এতে বিশেষ অতিথি ছিলেন মরহুমের ছোটভাই জালাল উদ্দিন আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এড.সালাহ উদ্দিন আহমদ চৌধুরী,শাহাবুদ্দীন, মুজিবুর রহমান চৌধুরী,আবুল কালাম আবু,গোলাম মোহাম্মদ, চট্টগ্রামস্থ কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক
ছিদ্দিকী ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। এয়াকুবীয়া মাদ্রাসার সুপার মাও.হাশেমুর রশিদ ও বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল ইসলামের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ চৌধুরী,এসএম আবু তাহের, মাও. জয়নুল আবেদীন, মেজবাহ উদ্দিন আহমদ চৌধুরী, হেফজুর রহমান, এসএম কামরুল ইসলাম ও ঝুমুর মহাজন প্রমুখ।

আনোয়ারায় শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো.মমতাজ উদ্দিন আহমদ।