রাশিয়ার বোমারু বিমানকে তাড়া করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা

উত্তর আমেরিকা উপকূলের কাছাকাছি দিয়ে উড়ার সময়ে রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও কানাডার যুদ্ধবিমান।

ঘটনাটি জানিয়ে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কম্যান্ড (নোরাড) বলেছে, শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে রয়েল কানাডিয়ান বিমানবাহিনী প্রহরা দেয় এমন এলাকায় প্রবেশ করে রাশিয়ার দুটি টিইউ-১৬০ ব্লাকজ্যাক বোমারু বিমান। এ সময় তা সনাক্ত করে দুটি এফ-২২ এবং দুটি সিএফ-১৮ যুদ্ধবিমান। তবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধ বা বোমারু বিমানের মধ্যে কোনো সংঘর্ষ হওয়ার খবর পাওয়া যায় নি।

নোরাড আরো বলেছে, যুক্তরাষ্ট্র অথবা কানাডার আকাশসীমা নজরদারি করতে তারা ব্যবহার করে রাডার, স্যাটেলাইট ও যুদ্ধবিমান।