
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অভিযান চালিয়ে নগদ টাকাসহ ১০ জুয়ারিকে রবিবার (২৭ জানুয়ারি) দুপুর অভিযান চালিয়ে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলেন- শহিদ আলী (৫০), রাজ্জাক (৪৫), ফেরদৌস (২৬), আফরোজ মিয়া (৬৫), মোঃ হারিছ আলী (৬৫), মালিক মিয়া (৫৫), দুরবিন শাহ(৩৫), ফখরুল হোসেন (৫৫), আকবর আলী (২৮) ও মালিক মিয়া (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই কাজল চন্দ্র দেব, এএসআই মাপুন মিয়া, এ এস আই মনির হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা জেলার ছাতক উপজেলার প্রথমার শান্তির বাজারে একদল জুয়ারি জুয়া খেলছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১০ জন জুয়ারিকে নগদ ২ হাজার ১৯০ টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশিচত করেছেন।