
কক্সবাজার : মাঠে গড়ালো প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮ ও ২০১৯। রোববার (২৭ জানুয়ারি) সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহিদুর রহমান।
আরো পড়ুন : বিমানবন্দর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, সদস্য রতন দাশ, শাহিনুল হক মার্শাল একেএম রাশেদ হোছাইন নান্নু, আলী রেজা তসলিম, খালেদ আজম বিপ্লব ও ক্রীড়া সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী।
অংশগ্রহণকারী ১০ স্কুল হল-কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়, কেজি এন্ড মডেল হাই স্কুল, বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমী, পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, খরুলিয়া উচ্চ বিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপিঠ, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, কলাতলী উচ্চ বিদ্যালয় ও পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয়।