[caption id="attachment_37267" align="aligncenter" width="648"]
কোতোয়ালী থানা চত্বরে পুলিশ সেবা সপ্তাহর উদ্বোধন[/caption]
চট্টগ্রাম : মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান (পিপিএম) বলেছেন, পুলিশের আত্মীয় সজন বলে থানায় আসলে আপ্যায়ন করা হবে, তাদের সাথে ভাল আচরণ করবে অন্যদের সাথে দুর্ব্যবহার করবে, তা হবে না। সবাইকে সমান চোখে দেখতে হবে। সবার সাথে ভাল ব্যবহার, শতভাগ সেবা নিশ্চিত করতে হবে।
রোববার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কোতোয়ালী থানা চত্বরে পুলিশ সেবা সপ্তাহর উদ্বোধনে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন : পুলিশের মধ্যেও ভালো-খারাপ আছে, আমরা ভালোর পক্ষে : সিএমপি কমিশনার
তিনি আরো বলেন, পুলিশ সপ্তাহ শুধু এই সাত দিনে সীমাবদ্ধ থাকবে না, এই সাত দিনের মাধ্যমে সারা বছর সেবা দেওয়ার মানসিকতা ছড়িয়ে পড়বে।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) অামেনা বেগম, উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান, কোতোয়ালী থানার ওসি মো. মহসিন উপস্থিত ছিলেন।
সিএমপি কমিশনার আরো বলেন, পুলিশ শুধু বাহিনী নয়, সেবক হিসেবেও জনগণের পাশে থাকবে। পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবায় নিয়োজিত থাকবে পুলিশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত