অর্ধকোটি টাকার ইয়াবাভর্তি এম্বুল্যান্সসহ আটক ১

অর্ধকোটি টাকার ইয়াবাসহ পুলিশের হাতে আটক মো: রাব্বি।

মোহাম্মদ উল্লাহ (কক্সকাজার) : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে অর্ধকোটি টাকার ইয়াবাভর্তি এম্বুল্যান্সসহ চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চিরিঙ্গ হাইওয়ে পুলিশের পরিদর্শক মো: সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের টহল দল ইয়াবাভর্তি এম্বুল্যান্স চালককে আটক করেন।

আরো পড়ুন : দুই বন্ধুর প্রাণ কেড়ে নিলো কাঠবোঝাই ট্রাক

আটক ব্যক্তির নাম মো: রাব্বি(২৭)। সে কুমিল্লা জেলার দক্ষিনের রাজাপাড়া গ্রামের ১৯ নম্বর ওয়ার্ডের মো: আবুল হাসেমের ছেলে। পুলিশের ধারণা আটককৃ এ্যাম্বোলেন্স চালক পেশাদার ইয়াবাকারবারি। রোগী বহনের আড়ালে সে এ ব্যবসা করে আসছে বলে পুলিশের ধারনা।

হাইওয়ে পুলিশের পরিদর্শক মো: সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি একটি খালি এম্বুল্যান্স দ্রুতগতিতে ফাঁড়ি এলাকা অতিক্রম করতে দেখলে তাতে সন্দেহ হয়। সাথে সাথেই ফাঁড়ির টহল পুলিশ নিয়ে তিনি ওই এম্বুল্যান্সকে ধাওয়া করে আটক করে। খালি ছিল। গাড়িটির মালিক চালক রাব্বি নিজেই। পরে ব্যাপক তল্লাসি চালিয়ে চালকের সীটের নিচে পাওয়া যায় প্লাস্টিক মোড়ানো ইয়াবার প্যাকেট। পুলিশ ওই প্যাকেট খুলে গুণে দেখলে পরিমান দাড়ায় ১২ হাজার ইয়াবা। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা হবে বলে জানায় পুলিশ। ইয়াবাসহ গাড়িটি চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে জব্দ রয়েছে।

এ ব্যাপারে চকরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ফাঁড়ির পরিদর্শক মো: সাইদুল ইসলাম।