জরুরী প্রয়োজনে ৯৯৯

জন-সচেতনতায় মানিকছড়ি পুলিশের প্রচারপত্র বিতরন

মানিকছড়ি: “নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলুন” লেখা জন-সচেতনতামূলক প্রচারপত্র বিতরনের মধ্য দিয়ে গাড়ি চালকদের অবগতি করতে রাস্তায় নেমেছেন স্বয়ং মানিকছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী মানিকছড়ি থানা পুলিশের আয়োজনে মানিকছড়ি বাজার এলাকা ও আমতল, মহামুনি বাস-টর্মিনালের সাধারন জনগণ, পথচারী, অটোরিকশা চালক, মোটর সাইকেল চালক, ভ্যান চালক, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের হাতে এ প্রচারপত্র তুলে দেন।

সেই সাথে ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী’ বলে সতর্ক করেন। প্রচারপত্র বিতরনকালে উপস্থিত ছিলেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ সহ এসআই, এএসআই ও পুলিশ সদস্যগন।

প্রচারনার বিষয় মানিকছড়ি থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ সেবা সপ্তাহের অংশ হিসেবে আজ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানের তত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থান ট্রাফিক আইন বিষয়ে সচেতনতায় প্রচারনা হয়।

আলমগীর নামে এক মটরসাইকেল চালক বলেন, দেশে সড়ক দুর্ঘটনা যে হারে বাড়ছে, সেকারনে ট্রাফিক আইন মেনে চলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ন। লিফলেট বিতরনের মধ্যদিয়ে সমসাময়িক এই সচেতনতামূলক প্রচারনায় ভূয়সী প্রশংসার দাবীদার মানিকছড়ি থানার পুলিশ প্রশাসন।

শেয়ার করুন