[caption id="attachment_37383" align="aligncenter" width="691"]
আবারও শিরীন শারমিন স্পিকার নির্বাচিত[/caption]
জাতীয় সংসদের স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।
সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।
আরো পড়ুন : শেখ হাসিনাকে হত্যার আইএসআই’র পরিকল্পনা নস্যাৎ
পরে সেই প্রস্তাবে সমর্থন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
সংসদ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিনাভোটে নির্বাচিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি করা হয়।
এর আগে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে মনোনীত করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত