হত্যাকান্ড ও অস্ত্র মামলায় খাগড়াছড়ির উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আটক লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা

পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত ১১টায় লক্ষীছড়ি উপজেলা সদর থেকে মোটর সাইকেলযোগে শিলাছড়ি যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর চেক পোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল জব্বার জানান, গ্রেফতারকৃত উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা রাঙ্গামাটির লংগদু ও নানিয়াচর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডের অন্যতম আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

আরা পড়ুন: ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

উল্লে­খ্য, এর আগে ২০১৭ সালের ১ জানুয়ারি নিজ বাসা হতে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর অভিযানে আটক হন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বর্তমানে ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন