মসজিদ ও মন্দিরে খোরশেদ আরা হকের অনুদান

খোরশেদ আরা হক

পরিকল্পিত উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শহর, বন্দর, গ্রামে হচ্ছে আশাতীত উন্নয়ন। তেমনি উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক।

সম্প্রতি তিনি কক্সবাজার সদর ও রামুর ৭টি মসজিদ এবং ২টি মন্দিরে সংস্কার কাজের জন্য অনুদান প্রদান করেছেন।

অনুদান প্রাপ্ত মসজিদ ও মন্দিরগুলো হলো কক্সবাজার বাহারছড়া জামে মসজিদ, বইল্লাপাড়া জামে মসজিদ, পোকখালি পশ্চিম সিকদার পাড়া জামে মসজিদ, রামুর মধ্যম খুনিয়াপালং জামে মসজিদ, মধ্যম খুনিয়াপালং বায়তুল নুর জামে মসজিদ, পূর্ব মেরংলোয়া জামে মসজিদ, হাইটুপি ভুতপাড়ার ওসমান ইবনে রাবেয়া জামে মসজিদ, নাইক্ষ্যংছড়ি বড়বিলের পূর্ব জুমছড়ি জামে মসজিদ, সদরের খরুলিয়া হিন্দু পাড়ার সার্বজনীন লোকনাথ মন্দির ও রামু গর্জনিয়া প্র্ধুসব মেরংলোয়া বোমাংখিল শ্রী শ্রী বিষ্ণু মন্দির।