চট্টগ্রাম : বন্দরটিলায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু ঐশি মারা গেছে।। শনিবার (৪ মার্চ) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার বিকালে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন পোশাক শ্রমিক মোহাম্মদ রাজু ও তার মেয়ে ঐশি (১)।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জহিরুল ইসলাম জানান, রাজু ও তার কন্যা শিশু ঐশি বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। রাত ১১টার দিকে ঐশিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত