সাহসী অগ্রযাত্রার দুই দশকে দৈনিক যুগান্তর

সাহসী অগ্রযাত্রার দুই দশকে দৈনিক যুগান্তর

সুনামগঞ্জে শোভাযাত্রা ও কেক কাটার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে দৈনিক যুগান্তরের ২০ বছরে পদার্পন অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের শহীদ জগৎজোতী পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে স্বজন সমাবেশ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধিজন অংশ নেন।

সাংবাদিক মাসুম হেলালের সঞ্চালয়ায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।

সাহসী অগ্রযাত্রার দুই দশকে দৈনিক যুগান্তর

বক্তারা বলেন, প্রকাশের পর থেকে দৈনিক যুগান্তর সাধারণ মানুষের পক্ষে সাহসী ভূমিকা রেখে যাওয়ার কারণে পাঠকপ্রিয়তা পেয়েছে। বর্তমানে মানবাধিকার, উন্নয়ন, সুশাসন, গণতন্ত্রের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে পত্রিকাটি। এই ধারা অব্যাহত রাখতে অনুরোধ জানান তারা। পাশাপাশি সুনামগঞ্জের উন্নয়ন ও বঞ্চনার সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করতে কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান বক্তারা।

আরো পড়ুন: তৃণমূল পর্যায়ে সচেতন করা গেলে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব

পরে বর্ষপূর্তি উপলক্ষ্যে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

অনুষ্ঠানের প্রারম্ভে পুলিশ প্রশাসন-সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বর্ষপূর্তি উপলক্ষে যুগান্তর প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিকে ২০বছরে পদার্পণ উপলক্ষ্যে দৈনিক যুগান্তরকে শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

সাহসী অগ্রযাত্রার দুই দশকে দৈনিক যুগান্তর

স্বজন সমাবেশ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট অ্যাডঃ হোসেন তৌফিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ আফতাব উদ্দিন, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ চাঁন মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহারুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিউর রহমান পীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, শহীদ জগতজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডঃ সালেহ আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, সেলিনা আবেদীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আব্দুল্লাহ আল মামুন, গোয়ান্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির আহমদ, সাংস্কৃতিক কর্মী অ্যাডঃ রুহুল তুহিন, সাংবাদিক পঙ্কজ দে, সেলিম আহমদ তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাডঃ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, জেলা উদীচির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সবিতা চক্রবর্তী, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিদ, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, ডাচ-বাংলা মোবাইল ব্যাংকের ব্যবস্থাপক আশরাফ হোসেন লিটন, লক্ষণশ্রী উনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওদুদ, সুনামগঞ্জ চেম্বারের পরিচালক জিএম তাশহিজ, অ্যাডঃ মাজহারুল ইসলাম, শিক্ষক ফারুক আহমদ, মানবাধিকার কর্মী নূরুল হাসান আতাহার, জেলা যুবদল নেতা সোহেল মিয়া, সৌদি আরব আওয়ামীলীগ নেতা মোঃ সুমন আহমদ, টিআইবির এরিয়া ম্যানেজার মাহবুব হোসেন, অ্যাডঃ হুমায়ূন কবির, অ্যাডঃ জিয়াউর রহমান পীর, সাংবাদিক ঝুনু চৌধুরী, শাহাবুদ্দিন আহমদ, জসিম উদ্দিন, রাজন মাহবুব, শামসুল কাদির মিসবাহ, আমিনুল হক, আমিনুল ইসলাম, মাসুম মিয়া, শহীদনূর আহমদ, রেজাউল করিম, বজলুর রহমান, দেওয়ান তসদ্দুক রাজা চৌধুরী, শাহ জুনায়েদ মোঃ সৃজন, রুজেল আহমদ, আনোয়ার হোসেন রনি, স্বজন সমাবেশের সদস্য শাকেরীন আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান রুবেল, ফয়সল আহমদ, জুয়েল আহমদ, তালহা মোঃ হুসাইন, এনামুল হক ইমন, ফাহাদ আহমদ, আশহার ইনজেমা তাহরির, তাওফিকুর রহমান সাদিক, ইমরান আহমদ, মোমেন আলী, আদনান শাহরিয়ার প্রমুখ।