[caption id="attachment_37578" align="aligncenter" width="691"]
সাজাপ্রাপ্ত আসামী আটক গর্জনিয়ায়[/caption]
নাইক্ষ্যংছড়ি : ১০ মাসের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামীকে আটক করেছে রামু থানা পুলিশ। আটক মুহাম্মদ ফরিদুল আমল (৪০) ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুরের নির্দেশে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর এএসআই মনজুর ইলাহী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গর্জনিয়া বোমাংখিল এলাকা থেকে তাকে আটক করেন।
আরো পড়ুন : দুদকের সুপারিশ: স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ কর্মকর্তাকে বদলি
পুলিশে জানিয়েছে আটক ব্যক্তি সিআর মামলা নং-৮০/১৫, এর ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি আইসি মুহাম্মদ আলমগীর জানান, আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত