লামায় আগুনে পুড়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকার ক্ষতি

আগুনে পুড়ে যাওয়া তামাক চুল্লি ও ঘরের একাংশ।-লামা প্রতিনিধি।

বান্দরবান : উপজেলার লাামায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি তামাক চুল্লি, একটি মুরগির খামার ও একটি পরিত্যক্ত কাঁচাঘর। রোববার (৩ ফেব্রুয়ারি) রাতে পৌরসভা এলাকার লামামুখ বাজারের ব্রীজ সংলগ্নে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সওদাগর। স্থানীয়দের ধারনা তামাক চুল্লী থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র জহিরুল ইসলাম।

খবর পেয়ে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো পড়ুন : জনবান্ধব পুলিশ সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

সূত্র জানায়, লামামুখ বাজারের মাতামুহুরী ব্রীজ সংলগ্ন জাহাংগীর সওদাগরের মালিকানাধীন ২টি তামাক চুল্লিতে তামাক শোধনের কাজ চলছিল। রবিবার দিবাগত রাত ১০টার দিকে হঠাৎ একটি তামাক চুল্লিতে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এক ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুইটি তামাক চুল্লি, একটি মুরগির খামার ও একটি পরিত্যক্ত কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন