রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাসহ দুইজনকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি : জেলার কাপ্তাই উপজেলায় ইউপিডিএফ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউপিডিএফের (গণতান্ত্রিক) রাইখালী ইউনিয়নের নেতা মংসুইনু মার্মা (৪০) ও তার বন্ধু মো. জাহিদ হোসেন (২২)।

আরো পড়ুন : চকরিয়ায় নারী নির্যাতন মামলার পলাতক আসামী গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মংসুইনু মার্মা ও তার বন্ধু জাহিদ কারিগরপাড়া বাজারে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদেরকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।