[caption id="attachment_37732" align="aligncenter" width="612"]
মাদ্রাসা[/caption]
বাংলাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ আল-জামেয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসায় দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারী মাদরাসার ময়দানে অনুষ্ঠিত হবে৷
সম্মেলনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জামেয়ার সম্মেলন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ার খ্যাতিমান ব্যক্তি, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ-আহমদ শফি, বিশেষ মেহমান বাবুনগর মাদরাসার মহা-পরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।
সম্মেলনে বয়ান করবেন দেশ ও বিদেশের খ্যাতিমান বক্তা-ওয়াজেনগণ। এতে মাদরাসার পরিচালক হযরত মাওলানা শাহ-ইদ্রীস সাহেব সর্বস্তরের তৌহিদী জনতাকে যথাসময়ে সম্মেলনে উপস্থিতি হওয়ার জন্য আহবান জানিয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত