[caption id="attachment_37768" align="aligncenter" width="612"]
আটক কামাল মিয়া[/caption]
সুনামগঞ্জ: জামালগঞ্জ উপজেলার লম্বাবাক গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ কামাল মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কামাল জামালগঞ্জ উপজেলার লম্বাবাক গ্রামের বাসিন্দা শহীদ মিয়ার ছেলে।
বুধবার (৬ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীর বতস বাড়ী থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কাজল চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত