[caption id="attachment_37776" align="aligncenter" width="691"]
পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস কর্মী নিহত[/caption]
খাগড়াছড়ি : পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে এক জেএসএস (সংস্কার পন্থী) কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রণি ত্রিপুরা (৩২)। সে পানছড়ির মরাটিলা এলাকার মৃত মণিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারের শুকতারা আবাসিক হোটেলের পাশে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন : ফটিকছড়িতে দুলাল হত্যা: ২ আসামী গ্রেফতার
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস, এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা নিহত রণি ত্রিপুরাকে নিজেদের কর্মী দাবী করে এ হত্যাকান্ডের জন্য অনিবন্ধিত পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন “ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত খীসাকে দায়ী করেন। তবে দায় অস্বীকার করে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সদর ইউনিটের সমন্বয়কারী অংগ্য মারমা জানান,এ হত্যাকান্ডের সাথে
তাদের কোন প্রকার সম্পৃক্ততা নেই। কারা হত্যাকান্ড ঘটিয়েছে তারা জানেনা। তাদের ওপর মিথ্যা দায় চাপানো হচ্ছে দাবি করেন তিনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারে রণি ত্রিপুরা নামের এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহতবস্থায় রণিকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে তিনি জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত