বেনাপোল সীমান্তে ৮ বাংলাদেশি আটক

প্রতীকী

যশোর: বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের ছোট আঁচড়া মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামের ছাত্তার ফকিরের ছেলে মাসুম ফকির (৪৫), স্ত্রী বিউটি বেগম (৪০), মেয়ে মাহিয়া আক্তার (২০), ছেলে মামুন ফকির (১৮), একই এলাকার মোতালেবের ছেলে অলিউর (৩৫), রাজাপুর গ্রামের হারুন হাওলাদারের ছেলে ইলিয়াস (৩২), তালাপবাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে সুলাইমান (৩৩) ও পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের সেলিম হাওলাদারের স্ত্রী পারভিন (২৩)।

বেনাপোল বিজিবি ক্যাম্পের হাবিলদার মহিবুর রহমান জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে বেনাপোল সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা বেনাপোলের ছোঁটআচড়া মোড়ে অভিযান চালায়। এসময় আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করা হয়।

এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

শেয়ার করুন