জম্মু-কাশ্মীরে ভারী তুষারপাত, নিহত ১২

জম্মু-কাশ্মীরে ভারী তুষারপাত

জম্মু-কাশ্মীরে টানা কয়েকদিনের ভারী তুষারপাতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে তাদের দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন।

ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তুষারধসে শ্রীনগর হাইওয়ের জওহর টানেলের মুখ বন্ধ হয়ে যায়। ফলে চৌকির মধ্যেই আটকে পড়েছিলেন নিহতরা। পরে পুলিশ ও সেনার যৌথ উদ্ধার অভিযানে শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার হয়। এ ছাড়া দুই পুলিশকর্মীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আরও এক পুলিশকর্মী নিখোঁজ। তার খোঁজে সেখানে তল্লাশি চলছে।

জম্মু-কাশ্মীরে বেশ কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পুলিশ জহর টানেলের গানদেরবাল এলাকা থেকে এখন পর্যন্ত ৭৮টি পরিবারকে উদ্ধার করেছে।

তুষারপাতে নয়জন পুলিশ সদস্য এবং দুজন বন্দী নিহত হয়েছে। তুষারধসের সময় তারা পুলিশ পোস্টের মধ্যে আশ্রয় নিয়েছিল। এ ছাড়া একজন ফায়ার ব্রিগেডের কর্মকর্তাও নিহত হন। ভারী তুষারপাতের কারণে শ্রীনগরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।