[caption id="attachment_37849" align="aligncenter" width="684"]
শিক্ষার্থীদের মাঝে 'পথ শিশুদের কল্যাণে আমরা'র শিক্ষা সামগ্রী বিতরণ[/caption]
ফটিকছড়ির স্বেচ্ছাসেবী সংগঠন "পথ শিশুদের কল্যাণে আমরা'র আয়োজনে শনিবার (৯ ফেব্রুয়ারী) ফটিকছড়ি পৌরসভাস্থ ধুরুং জুবলী স্কুলের সুবিধাবঞ্চিত শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পরিচালক বোরহান রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক এস.এম দিদারুল আলম, সংগঠনের শুভাকাঙ্খী হাসান উদ্দীন (টুটুল), মোঃ আবদুর রহিম।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই রকম তরুণদের মত যদি এলাকার বিত্তশালীরা এগিয়ে আসে তবে সমাজে, গ্রামে বা রাষ্ট্রে উন্নতি হবে। সাথে সাথে সংগঠনের ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং ফটিকছড়িতে এমন সংগঠন গড়ে তোলায় স্বেচ্ছাসেবীদের প্রশংসা করেন। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের পরিচালক তানভীর হাসান, মোঃআনোয়ার, আকাশ দে, মোঃ আসিফ প্রমূখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত