[caption id="attachment_37654" align="aligncenter" width="612"]
গ্রেফতার[/caption]
চট্টগ্রাম: বোয়ালখালী পৌরসভার মেয়র ও বিএনপির আহ্বায়ক আবুল কালাম প্রকাশ আবু সওদাগরসহ তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১০ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ফখরুদ্দীন চৌধুরী।
অন্য দুজন হলেন- বিএনপি নেতা মো. মহসিন খোকন ও মো. ইয়াছিন ডিলার।
অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী বলেন, ‘বিস্ফোরক আইনের মামলায় আবুল কালাম, মহসিন খোকন ও ইয়াছিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আদালতে হাজির হয়েছিলেন। জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
২০১৮ সালের ২৩ নভেম্বর চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তারা। সম্প্রতি তাদের জামিনের মেয়াদ শেষ হয়
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত