
সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান এসপি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পাওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ।
রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ জানান।
আগামীতেও জেলার সার্বিক আইনশৃংখলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাব্যক্ত করেন জেলা প্রশাসক।
এসময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিয়নের সভাপতি লতিফুর রহমান রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।