[caption id="attachment_37902" align="aligncenter" width="486"]
প্রতীকী[/caption]
ফেনী: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. ইকবাল হোসেন মোশারফ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সন্ত্রাসীরা তার দোকানের নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে গেছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেশটির ফ্রি স্টেট প্রদেশের রাজধানী ব্লুমপন্টেইনের একটি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
মোশারফ ফেনীর দাগনভূঞা পৌরসভার আমান উল্লাপুর গ্রামের মাওলানা আবু তাহের আমানি বাড়ীর (ছোট হুজুরের বাড়ী) মো. মফিজ মিয়ার বড় ছেলে। তিনি ব্লুমপন্টেইনের ওই এলাকায় দোকান গড়ে ব্যবসা করছিলেন।
স্বজনদের ধারণা, নিহত মোশারফের সঙ্গে তার ব্যবসায়িক অংশীদারদের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত