
বেরন্যপাড়া মসজিদ প্রাঙ্গনে ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন হারুয়ালছড়ি ইসলামী যুব কল্যাণ সংস্থার ৮তম ইসলামী সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আজিমপুর মাদরাসার প্রতিষ্টাতা সাবেক পরিচালক হাফেজ ক্বারী আব্দুল করিম।
এতে আমন্ত্রিত বক্তা ছিলেন কাজিরহাট মাদরাসার মহা-পরিচালক মাওলানা জোনাইদ বিন জালাল, নাজিরহাট মাদরাসা সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ইদ্রীস, আজিমপুর মাদরাসার পরিচালক মাওলানা ক্বারী আইয়ুব আলী, নয়াহাট জামে মসজিদ খতিব মাওলানা জোনাইদ, হাফেজ মাওলানা হাবীবুল্লাহ চাটগামী, বেরন্যপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ এমরান।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ইয়াকুব আলী সিফাত মোঃ কাসেম।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আইয়ুব আলী, হাফেজ মাওলানা সাইফুদ্দীন, হাফেজ মহিন উদ্দীন, হাফেজ মোঃ আফাজ, মোঃ ইয়াছিন, মোঃ কাউছার, রাখেত, আরাফাত, খালেদ প্রমূখ।
মাহফিলে শতাধিক কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।