[caption id="attachment_37399" align="aligncenter" width="372"]
নিহত[/caption]
খুলনা : বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈন উদ্দিন আক্তার (৫৪) দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপাল উপজেলার ভরসাপুর বাসস্ট্যান্ডের পশ্চিমপাশে তার ওপর বোমা হামলা করা হয়। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ৮টা ২০মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ও পুলিশ জানায়, রামপাল উপজেলার উজলকুড় এলাকার বাসিন্দা খাজা মঈন উদ্দিন আক্তার সন্ধ্যায় ভরসাপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে দুই যুবক পেছন থেকে তার পিঠে পর পর দুটি বোমা নিক্ষেপ করে। বোমার স্প্রিন্টারের আঘাতে তার পিঠে গর্ত হয়ে যায়।
মঈন উদ্দিনকে রাত ৮টা ৫মিনিটে খুমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২০মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তার বিরুদ্ধে রামপাল থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত