
ঢাকা: রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতারর করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের পরিচয় জানানো হয়নি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত বিষয়ে নিউমার্কেট থানায় ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের নিজ বাসায় গত ১০ ফেব্রুয়ারি খুন হন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। পরে বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পালিয়ে যায়। এ ঘটনার পরদিন সোমবার সকালে নিহতের স্বামী ইসমত কাদির গামা নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন।