সীতাকুন্ডে অবৈধ কাঠবোঝাই কাভার্টভ্যান আটক

সীতাকুন্ডে অবৈধ কাঠবোঝাই কাভার্টভ্যান আটক

চট্টগ্রাম: সীতাকুন্ড উপজেলার বার আউলিয়া এলাকায় থেকে অভিযানে প্রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ কাঠবোঝাই একটি কাভার্টভ্যান আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় ফৌজদার হাট ফরেস্ট চেক স্টেশন এবং বারআউলিয়া থানা পুলিশের একটি টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

ফৌজদারহাট ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে কাভার্টভ্যান বোঝাই করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ঢাকা পাচার হওয়ায় সংবাদ পেয়ে পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারআউলিয়া এলাকায় ঢাকা অভিমুখী একটি কাভার্টভ্যান (নং ঢাকা মেট্রো-ট- ১৪-৪৪১৪) আটক করে তল্লাশী চালানো হয়।

এই সময় ট্রাকের ভিতর থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা মুল্যে ৫০০ ঘনফুট সেগুন গামারিসহ বিভিন্ন প্রজাতীর কাঠ উদ্ধার করা হয়। পরে কাভার্টভ্যানসহ অবৈধকাঠসমূহ আটক করে বন বিভাগের হেফাজতে জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে।