রেললাইনে আটকে পড়া পিকনিকের বাসে ট্রেনের ধাক্কা

রেললাইনে আটকে পড়া পিকনিকের বাসে ট্রেনের ধাক্কা

চট্টগ্রাম: ফেনীর দারুল আরক্বাম মাদ্রাসার শিক্ষাথীরা পিকনিকে এসে দূর্ঘটনার শিকার হয়েছে। এতে শিশুসহ আহত হয়েছে ১০জন শিক্ষার্থী। আহতদের মধ্যে দুই অভিভাবক ও এক ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে এবং আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বাসটি ফেনী দারুল আরক্বাম মাদ্রাসা থেকে ইকোপার্কে বনভোজনের উদ্দ্যেশে এসেছিল।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ ভূ্ঁইয়া বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তিনি বলেন, বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশ দেখছে। তবে সীতাকুণ্ড থানার ওসিকে বার বার ফোন দিয়েও পাওয়া যায়নি।

জানা গেছে, ফেনীর দারুল আরক্বাম মাদ্রাসার শিক্ষাথীদের নিয়ে সীতাকুণ্ড ইকোপার্কে পিকনিকে আসা একটি বাস রেল লাইন পার হতে গেলে রেললাইনে আটকা পড়ে। এসময় শিক্ষাথীরা বাস থেকে দ্রুত নেমে যায়।

তবে ঢাকা থেকে চট্টগ্রামমুখি একটি ট্রেন বাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। বাসটির পিছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।