তিন পার্বত্য জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল

চট্টগ্রাম : রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, সংশোধিত পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ আট দফা দাবিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় সোমবার (৭ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

এদিকে হরতালের সমর্থনে রোববার বিকেলে রাঙামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটিতে অনুষ্ঠিত মিছিলটি কাঠালতলীর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখা কার্যালয় থেকে বনরূপা ঘুরে আবারও সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আট দফা দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।

পরীক্ষার্থী, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। তিনি আরও বলেন, এর পরও আট দফা দাবি পূরণ করা না হলে তিন পার্বত্য জেলা অচল করে দেওয়া হবে।

এদিকে গতকাল বিকেলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা তাদের দাবি আদায়ে স্বত:স্ফূর্তভাবে হরতাল সফল করার আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, খাগড়াছড়ি জেলা সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন।

শেয়ার করুন