
সুনামগঞ্জে কুখ্যাত মোটরসাইকেল চোর ও পলাতক মামলার আসামী কুদ্দছ মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার রাধা নগড় গ্রামের তাহের মিয়ার ছেলে।
সুনামগঞ্জ ডিবি পুলিশের এস আই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) ভোরে জেলা শহরের বড় পাড়া এলাকা থেকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
তিনি আরো জানান, আটক কুদ্দছ ডুপ্লিকেট চাবি দিয়ে যে কোন তালা খুলতে পারে। সে মোটরসাইকেল চুরির মামলার পলাতক আসামী। সে বর্তমানে শহরের বড়পাড়া এলাকার বশির মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করে।