সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত রিমা, দায়িত্ব যুক্তরাষ্ট্রে

প্রিন্সেস রিমা (ফাইল ফটো)

সৌদি আরবের প্রথম নারী হিসেবে রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন রাজপরিবারের প্রিন্সেস রিমা বিনতে বান্দার আল সৌদ। প্রথমেই তাকে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে।

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে রাজতন্ত্রের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের অবনতিতে মার্কিন প্রশাসনকে সামলানোর জন্য শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্রিন্সেস রিমাকে গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রিয়াদে জন্ম নেওয়া প্রিন্সেস রিমা পড়াশোনার সুবাদে যুক্তরাষ্ট্রে বহুবছর কাটিয়েছেন। রিমা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে সংগীতবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভের পর রিয়াদে ফিরে যান। সৌদি আরবে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন।

এর আগে তিনি সৌদি আরবের সাধারণ ক্রীড়া কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। খেলাধুলায় নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য তার সচেতনতামূলক কার্যক্রমের ফলে সম্প্রতি বেশ কিছু ক্রীড়ানুষ্ঠানে মেয়েদের দেখা গেছে।