
খাগড়াছড়িতে নানা আয়োজনে মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সম্পাদিকা বাশরী মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, যুব নেতা ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা শ্রমিক লীগ নেতা নুরনবী, মো: জানু শিকদারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন এবং সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে সকল ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা পালনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে মহিলা আওয়ামী লীগকে আরো সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।