জলবায়ু উদ্বাস্তুরা পাঁচতলায় নয়, গাছতলায় থাকতে চান

কক্সবাজার আশ্রয়ন ভবন

আনোয়ার হাসান চৌধুরী: কক্সবাজারের উপকূলীয় জনপদে বসবাসরত জলবায়ু উদ্বাস্তুদের জীবন মান উন্নয়নের জন্য সরকার কর্তৃক বিশেষ গুরুত্ব দিয়ে সদরের খুরুস্কুল এলাকায় আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। কিন্তু এই আশ্রয়ণ প্রকল্পে নির্মিতব্য ভবনগুলোতে বসবাস করতে ইতিমধ্যেই অনাগ্রহ ও আপত্তি জানিয়েছে সংশ্লিষ্ট জলবায়ু উদ্বাস্তুরা।

কক্সবাজার পৌর এলাকার ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া ও ফদনার ডেইলে বসবাসরত ৪ হাজার ৪শ’৯টি পরিবার নিরঙ্কুশভাবে আপত্তি জানিয়েছে। তারা কোনোভাবেই আশ্রয়ণ প্রকল্পের নির্মিতব্য ভবনে ঠাঁই নিতে চান না।

এব্যাপারে তারা বিভিন্ন সময় প্রতিবাদ, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। এর প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে গৃহীত উদ্যোগকে তারা কখনওই তাদের স্বার্থের অনুকুলে বলে মনে করতে পারেনি। যার ফলে
তারা আইন আদালতের শরনাপন্ন হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত এসব জলবায়ু উদ্ধাস্তুদের বিস্তারিত বিষয়ে অবগত হলে প্রশাসনকে বেশকিছু বিষয়ে নির্দেশনা, আদেশ এবং সিদ্ধান্ত প্রদান করেন। আদালতের এসব নির্দেশনা, আদেশ ও
সিদ্ধান্তকে জলবায়ু উদ্বাস্তুরা সাদরে গ্রহণ করে।

কিন্তু সমস্যা হলো- প্রশাসন আদালতের নির্দেশনা মানার ক্ষেত্রে কার্পণ্য করেছে। কোনো কোনো ক্ষেত্রে দুর্বল ভূমিকা পালন করেছে। একারণে জলবায়ু উদ্বাস্তুরা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত উদ্যোগ ও কার্যক্রমগুলোকে এখনও পর্যন্ত সাদরে গ্রহণ করেনি। তাদের দাবী, প্রশাসন অতীতেও বিশ্বাস ভঙ্গ হওয়ার মতো বহু কর্মকান্ড করেছে এবং জলবায়ু উদ্বাস্তুদের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে।

ভূমিহীনদের সভাপতি মোজাফফর আহমদ সিকদার বলেন, কক্সবাজার বিমান বন্দরের পশ্চিম পার্শে¦ বসবাসরত জলবায়ু উদ্বাস্তুদের ওই এলাকায় যে কোনো একপাশে ২৩০ একর জমির উপর আদর্শ গ্রাম প্রকল্পের ধাচে পুনর্বাসন নিশ্চিত করার কথা ছিলো। এবিষয়ে ২০০১সালের ২৯ মে ভূমি মন্ত্রণালয় সচিবের নির্দেশক্রমে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু প্রকৃতপক্ষে তা বাস্তবায়ন করা হয়নি। বরং ভূমিহীনেরা উচ্ছেদ আক্রমণের শিকার হয়। একারণে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে প্রচারিত প্রজ্ঞাপনের আলোকে রিট পিটিশন দায়ের করে।

এরপ্রেক্ষিতে আদালত পুনর্বাসন না করা পর্যন্ত কোনো জলবায়ু উদ্বাস্তু ভূমিহীনদের তাদের স্ব স্ব দখল হতে উচ্ছেদ না করার বিষয়ে ২০০২ সালের ১১ সেপ্টেম্বর ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। ইতিমধ্যে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারায় ২০০৩ সালের ২৬ মে চূড়ান্ত আদেশ জারি করেন। এদিকে সরকার আদালতের চূড়ান্ত
আদেশ অমান্য করে জলবায়ু উদ্বাস্তুদের উচ্ছেদ করে। তাদের বসতীয় জমি বাংলাদেশ বিমান বাহিনীর অনুকুলে বুঝিয়ে দেয়। এহেন অন্যায় কর্মকে ধামাচাপা দিতে তৎপর হয় প্রশাসন। আদালতকে বুঝ দেওয়ার জন্য পার্শ্ববর্তী অন্য একটি
খাসজমি কুতুবদিয়া পাড়া এলাকার ফদনার ডেইলে ৩ শতক করে জমি বরাদ্দ দিয়ে পুনর্বাসন করেছে মর্মে ভূমি মন্ত্রণালয় বরাবর ২০০৭ সালের ৪ জুন একটি পত্র প্রেরণ করেন। যার স্মারক নং- জে:প্র:/কক্স/২-১/২০০৭-৭৭৪/এস.এ।

পত্রটি আদালতে জবাব হিসেবে দাখিল করে যার এনেক্সার-১। ইতিমধ্যে কক্সবাজার বিমান বন্দর সম্প্রসারণের লক্ষ্যে বিমান বন্দরের উক্ত প্রান্তে অন্য একটি বসতীয় এলাকায় মাত্র ৬ পরিবারকে ১০ হাজার টাকা করে ৬টি ব্যাংক চেক প্রদান করে। এই কাজের মাধ্যমে তারা বুঝাতে চেয়েছে- ‘ভূমিহীনেরা স্বেচ্ছায় দখল ছেড়ে চলে যাচ্ছে’। এছাড়াও ওই একই সময়ে কক্সবাজারের স্থানীয় একটি শীর্ষ গণমাধ্যম মারফতে প্রচার করা হয়- ২৫টি পরিবারকে ১০ হাজার টাকা করে এবং ৫ শতক করে জমি বিতরণ করা হয়। এরফলে কোন তথ্যটি আদৌ সত্য তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আর এভাবেই প্রধানমন্ত্রীকে ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে ওই পুনর্বাসিত এলাকা ফদনার ডেইলসহ সর্বমোট ৬৮২ একর জনবসতীয় জমি ২০১২ সালের ৯ এপ্রিল ২০৪২নং দলিল মূলে বিমান বন্দর অথরিটিকে লীজ দিয়ে দেয় জেলা প্রশাসন। যেহেতু ২০০৭ সালে সরকার কর্তৃক জলবায়ু উদ্বাস্তুদের জন্য বরাদ্দকৃত জমি অন্যত্র লীজ দেওয়া হয়েছে সেহেতু জলবায়ু উদ্বাস্তুরা বুঝতে পেরেছে তারা পুনর্বাসন নয় বরং প্রহসনের শিকার হয়েছে। সরকার গত ২০১২
সালের ১৯ এপ্রিল একবার সিদ্ধান্ত নিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে সমিতির ৮৩০ জন সদস্যসহ সর্বমোট ৪ হাজার ৪শ’ ৯ পরিবারকে স্থায়ী পুনর্বাসন না করা পর্যন্ত উচ্ছেদ করবে না।

আবার আদালতের কন্টেম্প পিটিশন মামলায় গত ৩০ এপ্রিল ২০১৪ তারিখে জেলা প্রশাসকের লিখিত বক্তব্যে বলা হয়েছে ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে কক্সবাজার মৌজার পাশাপাশি খুরুস্কুল ও তেতৈয়া মৌজাসহ বিভিন্ন স্থানে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং উল্লেখিত জমিতে ৪ তলা ভবন নির্মাণ পূর্বক পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু ভূমিহীনেরা তাতে আপত্তি জানায়। তারা পুনর্বাসনের অর্থ বুঝে, প্রত্যেক ভূমিহীন পরিবার ২ শতাংশ করে জমি দাবী করে। সে সময় ভূমিহীনদের বিরোধীতা এবং তাদের দাবীর কারণে জেলা প্রশাসন প্রত্যেক পরিবারকে দুই শতাংশ হারে ৪৪০৯টি পরিবারের জন্য ৮৮.১৮ একর জমি এবং তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য শুটকি মহালের জন্য আরও ১০০ একরসহ সর্বমোট ১৮৮.১৮ একর জমিতে ঐ এলাকায় পুনর্বাসন নিশ্চিতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এমনকি এমর্মে জেলা প্রশাসন আদালতে অঙ্গীকারনামাও প্রদান করে। অদ্যবদি ওই অঙ্গীকারনামা বাস্তবায়নে কোনো আলোর মুখ দেখা যায়নি। দেখা যায়, আপত্তিজনক আশ্রয়ণ প্রকল্প।

জলবায়ু উদ্বাস্তুরা যদি রেলের রাস্তা দখলদার হতো কিংবা সরকারের ফুটপাত দখলদার হতো অথবা শরণার্থী হতো তাহলে আশ্রয়নে যেতে কোনো বাঁধা ছিলো না। তারা অনাবাদি জমিকে আবাদ করে একটি আদর্শ সুজলা সুফলা পল্লীতে পরিণত করেছে যাহা বর্তমান সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত কক্সবাজার পৌর ১নং ওয়ার্ড।

যেখানে রয়েছে তাদের হাতের গড়া বহু প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মসজিদ, মন্দির, হেফজখানা মাদ্রাসা নিকটাত্মীয়দের কবরস্থান ও শ্মশান। তারা পূর্বেও আপত্তি সহকারে বলেছিলেন, আমরা জলবায়ু উদ্বাস্তুরা পাঁচতলায় নয়, গাছতলায় থাকতে চায়। আশ্রয়ণে নয়, নীতিমালার আলোকে পুনর্বাসিত হতে চাই।