
২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ঋণ খেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১১৮ জন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তাদের মধ্যে শীর্ষ ২০ ঋণ খেলাপি হল- কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস, সামান্নাজ সুপার অয়েল, বি. আর. স্পিনিং মিলস, সুপ্রোভ স্পিনিং, রিমেক্স ফুটওয়্যার, রাইজিং স্টিল, কম্পিউটার সোর্স, বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স স্পিনিং মিলস্, এস এ অয়েল রিফাইনারি, রুবিয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনোয়ারা স্পিনিং মিলস্, ক্রিসেন্ট লেদার প্রডাক্টস, সুপ্রোভ রোটর স্পিনিং, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যার, সিদ্দিক ট্রেডার্স, রুপালী কম্পোজিট লেদার ওয়্যার, আলপ্পা কম্পোজিট টাওয়েলস ও এম এম ভেজিট্যাবল অয়েল প্রডাক্টস।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত্ব ৬টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ (সেপ্টেম্বর ২০১৮) ৪৪ হাজার ২৮৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের ১২ হাজার ৫২৬ কোটি ৫৩ লাখ, জনতা ব্যাংকের ১২ হাজার ২২ কোটি ৫৪ লাখ, বেসিক ব্যাংকের ৮ হাজার ৪৪১ কোটি ৫৬ লাখ, অগ্রণী ব্যাংকের ৫ হাজার ৬৪৮ কোটি ৫৩ লাখ, রূপালী ব্যংকের ৪ হাজার ৮৭০ কোটি ৪৭ লাখ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৭৭৯ কোটি ৫০ লাখ টাকা।