সঙ্গীতায়তনের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সঙ্গীতায়তনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পর্যটন শহর কক্সবাজারের ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যাপীঠ সঙ্গীতায়তনের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সঙ্গীতায়তন মিলনায়তনে আয়োজিত কথামালা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী কবি আবুল কালাম আজাদ।

সঙ্গীতায়তন আহবায়ক আবদুল মতিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এড. সেলিম নেওয়াজ, কবি এড. সুলতান আহমদ, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, এড. আবু হায়দার ওসমানি, সত্যপ্রিয় চৌধুরী দোলন, এড. প্রতিভা দাশ, অধ্যাপক আবুল মনসুর, সঙ্গীতায়তন প্রশিক্ষক ফারুক আহমদ, আলম শাহ, জুলফিকার আলী, তালেব মাহমুদ, নাছির উদ্দিন বিপু, দেলোয়ার হোসেন, হারুন অর রশিদ, ওয়াহিদ মুরাদ সুমন, একে ফরিদ আহমদ, নুপুর বড়ুয়া, শামিম আক্তার, গণমাধ্যমকর্মী আনোয়ার হাসান চৌধুরী, তিলক, সোহেল রানা, সেলিম ও আশরাফ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ও সংগঠক পরেশ কান্তি দে।