[caption id="attachment_38376" align="aligncenter" width="612"]
নিহত প্রিন্স মাহমুদ নাহিদ (২৮)[/caption]
গাজীপুর: টঙ্গীতে আধিপত্য বিস্তারের বিরোধে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।
নিহত প্রিন্স মাহমুদ নাহিদ (২৮) টঙ্গীর দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। নাহিদ টঙ্গী থানা ছাত্রলীগের কর্মী ছিলেন এবং উত্তরার একটি কলেজে লেখাপড়া করতেন বলে টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু জানিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মণ্ডল জানান, ভরান মুন্সিপাড়া এলাকায় শুক্রবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মুন্না নামের এক কিশোর আহত হয়। নাহিদ আহত মুন্নাকে দেখতে তার বাড়ি যান। সেখান থেকে মুন্নার স্বজনদের সঙ্গে কাউন্সিলরের বাসায় যাওয়ার পথে টঙ্গী বাজার এলাকায় রাত পৌনে ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
আহত নাহিদ প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসতালে নেওয়া হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই শুভ।
থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “এলাকার রাফি, আশিক ও মামুনের সঙ্গে নাহিদের শত্রুতা ছিল। এর জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের আটকের জন্য অভিযান চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত